
গ্রাজুয়েশন কমপ্লিট করার পর বেকারত্বের ২য় বছরে এসে নীলয় আজ বড়ই হতাশ। অকর্মা এই শিক্ষা ব্যবস্থাকে দৈনিক ১০ বার করে গালমন্দ করে। বাড়ী থেকে টাকা আসা বন্ধ হয়ে গেছে আরো বছরখানেক আগেই। কোনরকম টিউশনী আর কোচিং করিয়ে মাসগুলো পার করে দিচ্ছে। বাড়ী থেকে টাকা পাঠানোর মত ও কোন অবস্থা নেই। বরং প্রায়শ অভাবী বাবার …