Image

Image

0
কসমিক ক্যালেন্ডার, মহাজাগতিক ক্যালেন্ডার


মহাজাগতিক ক্যালেন্ডার কি ? 

মহাবিশ্বের বয়স কত?কোথাও বলা আছে ১৫বিলিওন ,কোথাও ১৩.৭৫ বিলিওন, কোথাও ১৩.৭ বিলিওন ,কোথাও ১৩.৮ বিলিওন বছর ।সব খানেই প্রায় আছে। বিগ ব্যাং থেকে এখন পর্যন্ত সময়কে ৩৬৫ দিন এ ভাগ করা হয়েছে ।অরথাৎ ১২মাসে। আর এই ১২ মাসের কালেন্ডারকেই বলে মহাজাগতিক ক্যালেন্ডার।এই ১৫ বিলিওন বছর সময়ে কখন কি হয়েছে তা সহজে বোঝার জন্যই আসলে এর আবির্ভাব ।

এ ক্যালেন্ডার এ ১ সেকেন্ড =৪৭৫ বছর ,১ দিন =৪০ মিলিওন বছর।এবার মিলিওনের হিসাবতা বঝা যাক। ১মিলিওন =১০ লক্ষ এবং ১০০০ মিলিওন =১ বিলিওন।১০০০বিলিওন=১ ট্রিলিয়ন।

এই ক্যালেন্ডার মতে ,
১. মহাবিশের সৃষ্টি হয় ১ জানুয়ারী বিগ ব্যাং এর মাধামে।এখান থেকেই সৃষ্টি সকল শক্তি এবং পদার্থের ।
২. প্রথম নক্ষত্রের জন্ম ১০ জানুয়ারীতে।
৩. মিল্কি ওয়ে গ্যালাক্সির জন্ম ১ মে । মহাবিশের সৃষ্টির ৫ মাস পরে গ্যালাক্সির জন্ম শুরু হয়।
৪. সূর্যের জন্ম হয় ৩১ অগাস্ট।
৫. সৌরজগতের জন্ম হয় ৯ সেপ্টেম্বর ।প্রায় ৪.৫ বিলিওন বছর আগে।
৬. পৃথিবীর জন্ম হয় সেপ্টেম্বরের ১৪ তারিখ।
৭. নভেম্বর এর ৯ তারিখ জীবনের বিকাশ শুরু হয়।
৮. পৃথিবীতে প্রথম ফুল ফোটে ২৮ ডিসেম্বর।
৯. ডিসেম্বরের ৩১ তারিখে মানুষের জন্ম।
১০. শেষ ১৪ সেকেন্ডে মানুষ লিখা আবিষ্কার করে।প্রায় ৬০০০ বছর আগে ।


এটা শুধু মাত্র ধারনা দেওয়ার জন্য। এই মহাজাগতিক ক্যালেন্ডার সম্পর্কে অনেকে অনেক রকম ব্যাখ্যা দিয়েছেন। মূলত সব গুলো ব্যাখ্যার সার কথা হচ্ছেই উপরের ব্যাখ্যাটা। 

Post a Comment

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.